
নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রেের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে পোমরা জিয়ানগরস্থ প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ মে) সকাল ১১টায় শ্রদ্ধা নিবেদন শেষে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চ সভাপতি আবদুল আলিম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জিয়া মঞ্চ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চ যুগ্ম সম্পাদক এনামুল হক, উপজেলা জিয়া মঞ্চের সহ-সভাপতি বখতিয়ার উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম সাগর, সহ-প্রচার সম্পাদক আবুল কাশেম, পৌরসভা জিয়া মঞ্চ নেতা মেহেদী হাসান টিপু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা ইউনিয়ন জিয়া মঞ্চ সভাপতি ফজলুল করিম ফজলু, শিলক ইউনিয়ন সভাপতি আবছার, হোসনাবাদ ইউনিয়ন সভাপতি ইসমাঈল হোসেন, পোমরা ইউনিয়ন সভাপতি মো. আজগর আলী প্রমুখ।