
নিউজ ডেস্ক: পদুয়া মহিষের বাম গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করে দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।
তারা গত ৩০ মে রাত সাড়ে ১১টার দিকে অপহরণ হয়েছিলো। পরেরদিন রাতে প্রাণে মারার হুমকি দিয়ে পরিবারের কাছ থেকে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অভিযোগ পেয়ে অভিযান শুরু করে পুলিশ। ঘটনাস্থলে অভিযানকালে পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে গাছের সাথে বাঁধা অবস্থায় উদ্ধার হয় তারা। অপহর/ণকারীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি এটিএম শিফাতুল মাজদার