

নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের নতুন কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান মোঃ গিয়াস উদ্দিন ! যা এলাকায় আনন্দ ও গৌরবের পরিবেশ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত থেকে দলের জন্য নিবেদিত ভাবে কাজ করে আসছেন তিনি।
“রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের কৃতি সন্তান মো: গিয়াস উদ্দিনকে গত ৩ মে ২০২৫ ইং তারিখে ঘোষিত ১৭ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে।”

স্থানীয় ছাত্রদল নেতাকর্মীরা জানান, তাঁর এই অর্জন রাঙ্গুনিয়া উপজেলাকে রাজনীতির অঙ্গনে আরও দৃঢ়ভাবে উপস্থাপন করবে। তাঁরা আশাবাদী, ভবিষ্যতেও তিনি দলের জন্য এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
নতুন দায়িত্ব পেয়ে মো: গিয়াস উদ্দিন বলেন, “আমি কৃতজ্ঞতা জানাই দলীয় শীর্ষ নেতৃত্বের প্রতি, বিশেষ করে ছাত্রদলের কেন্দ্রীয় সংগ্রামী সভাপতি মোঃ রাকিবুল ইসলাম রাকিব এবং বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই-কে যারা আমার উপর আস্থা রেখেছেন। ছাত্রদলের আদর্শ ও নীতিকে সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে নিরলস কাজ করে যাব।”
তাঁর এ অর্জনে রাঙ্গুনিয়া এলাকায় আনন্দ-উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
তিনি সোমবার (৯ জুন) বিকালে রাঙ্গুনিয়া পদুয়ায় আগমন করলে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের শিল্প বিষয়ক সম্পাদক ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবছার হোসেন তালুকদারের নির্দেশনায় পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ রুহুল আমিন টিপুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ফুলেল শুভেচ্ছা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাঁকে অভিনন্দন জানান। অনেকে বিশ্বাস করেন, তাঁর মতো উদ্যমী নেতৃত্ব চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সংগঠনিক কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
এসময় টিপুর নেতৃত্বে মিছিলটি শুরু হয়। মিছিলটি পদুয়া ভান্ডারী গেইটের সামনে থেকে শুরু হয়ে পদুয়া বাজার ঘুরে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় সামনে হয়ে যুবদল নেতা আবছার হোসেন তালুকদারের বাড়ির সামনে এসে শেষ হয়।
এসময় সংবর্ধীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের নবনির্বাচিত কমিটির৷ ১ নং সহ-সভাপতি মো: গিয়াস উদ্দিন।
এসময় মিছিলে আরো উপস্থিত ছিলেন,চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ন সম্পাদক মোক্তার হোসেন সুজন, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সি: যুগ্ন আহবায়ক জহির উদ্দিন বাবর, পদুয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক নূরুল হুদা আমান, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের যুগ্ন আহবায়ক বেদারুল আলম বেদার, রাঙ্গুনিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সোহেল তানভীর, দক্ষিণ রাঙ্গুনিয়া থানা যুবদলের সদস্য সালাউদ্দীন,চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য মো: হামিদ, পদুয়া ইউনিয়ন ছাত্রদলের সি: যুগ্ন সম্পাদক সাইফুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক মো: আমিনুল ইসলাম সাব্বির,পদুয়া ইউনিয়ন ছাত্রদল নেতা মো: সম্রাট, পদুয়া কলেজ ছাত্রদল নেতা সাজিদ, রাকিব, তালেব,মামুন, মাহাবুব, কাউছার,যুবদল নেতা সোহেল, ইমরান,জসিম, পদুয়া ইউনিয়ন যুবদল যুগ্ন আহবায়ক থুইসাইসি মার্মা,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওয়ারেছসহ বিভিন্ন ওয়ার্ড আগত বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দসহ আরো অনেকে।