রাজস্থলী প্রতিনিধি
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় তিন টি পূজা মান্ডপে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে পূজা মান্ডপ গুলোতে পূজা চলছে। বিশেষ করে পূজা মন্ডপে আইনশৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছেন পুলিশ, আনসার ভিডিপি ও স্বেচ্ছাসেবক সংগঠন। তবে পূজা মন্ডপ সার্বিক পরিস্থিতি খবরাখবর নিচ্ছেন উপজেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনী রাজস্থলী ও বাঙ্গালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডাগণ।
রবিবার (২ রা অক্টোবর) বিকালে বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির ও ছাগল খাইয়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে অনুষ্ঠিত পূজা মান্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও শান্তনু কুমার দাস।সময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানা এস আই অন্তূ বড়ুয়া, বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামরুজ্জামান,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, ইউপি সদস্য শিমুল দাস, মহিলা সদস্যা বাপ্পী দেব, ইউপি ক্যাচিহ্লা মারমা, ইউপি ইখ্যাইমং মারমা, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর নাথ টিকলু,সহ সভাপতি বিশ্বনাথ চৌধুরী, প্রিয়লাল দত্ত, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সুইথুইমং মারমা, সুজিত কর টিপু, প্রবীর দত্ত, পুলক সাহা, বিকাশ বিশ্বাস, সাধারণ সম্পাদক লিটন দত্ত, নয়ন চৌধুরী, দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজা মান্ডপের সভাপতি অজয় দে, ছাগল খাইয়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে পূজা মান্ডপের সভাপতি পাবেল কান্তি দে প্রমুখ ।