রাজস্থলী প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার চন্দ্রঘোনা থানাধীন বাঙ্গালহালিয়া ইউনিয়নে দুই টি পূজা মান্ডপ পরিদর্শন করেছেন রাজস্থলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী।
রবিবার ( ২ রা অক্টোবর) বাঙ্গালহালিয়া শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দির পূজা মান্ডপ ও ছাগল খাইয়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দির পূজা মান্ডপ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা থানার অফিসার ইন চার্জ মোঃইকবাল বাহার চৌধুরী, ইউপি সদস্য শিমুল দাস, দক্ষিণেশ্বর কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি অমর নাথ টিকলু, বাঙ্গালহালিয়া বাজার শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজা মান্ডপের সভাপতি অজয় দে, ছাগল খাইয়া শ্রীশ্রী কৃষ্ণ মন্দিরে পূজা মান্ডপের সভাপতি পাবেল কান্তি দেসহ থানার পুজার ডিউটিতে নিয়োজিত অফিসার ও ফোর্স গণ। সিনিয়র সহকারী পুলিশ সুপার আবুল কাশেম চৌধুরী প্রতিটি মন্ডপে পুজো উদযাপন কমিটির সাথে কথা বলেন এবং নিরাপত্তার বিষয়ে খোজখবর নেন। চন্দ্রঘোনা থানাধীন সকল মন্ডবে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সকল কমিটি সন্তুষ্ট প্রকাশ করেন।