
নিউজ ডেস্ক:চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানান কর্মসূচি হাতে নিয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালন করা হয়। দিনটি স্মরনে সংগঠনের পক্ষ হতে সকাল ৯ টায় ইঞ্জিনিয়ারস ইন্সটিটিউট প্রাঙ্গনে জাতীয় পতাকা অর্ধনমিতকরন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আত্নার শান্তি কামনায় মোনাজাত এবং সকাল ১০ টায় আইসিসি কনভেনশন সেন্টারে মহানগর আওয়ামীলীগের আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনা সভায় যোগদান করা হয়।
উক্ত কর্মসূচি সমূহে চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সহ-সভাপতি যথাক্রমে মোহাম্মদ হেলাল উদ্দিন, সুজিত দাশ,দেলোয়ার হোসেন ফরহাদ, মনোয়ার জাহান মনি,মুহাম্মদ আজিজ মিসির, আব্দুর রশিদ লোকমান, মিনহাজুল আবেদীন সায়েম, যুগ্ন সাধারন সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, আবদুল্লা আল মামুন, সরফরাজ নেওয়াজ রবিন, সাংগঠনিক সম্পাদক মাসুদ খান , মোঃ সালাউদ্দিন সহ চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহানগর, থানা ও ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।