নিউজ ডেস্ক: প্রতিবছরের ন্যায় রাঙ্গুনিয়ায় দাতব্য প্রতিষ্ঠান আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ফাউন্ডেশনের রাঙ্গুনিয়া প্রতিনিধি মাওলানা নুরুল আজিমের ব্যবস্থাপনায় পূর্ব কোদালা সোলতানিয়া মাদরাসায় এই মাহফিলের আয়োজন করা হয়।
মঙ্গলবার (২৬ মার্চ) আয়োজিত ইফতার মাহফিলে মাদ্রাসার ছাত্র ও স্থানীয় ২৫০ জন মুসল্লী অংশগ্রহণ করেন।
এসময় রাঙ্গুনিয়ায় আল্লামা আবুল খায়ের ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন মসজিদ মাদ্রাসায় ওজুখানা স্থাপন, দরিদ্র জনসাধারনের জন্য নলকূপ স্থাপন, প্রতিবন্ধীদের হুইল চেয়ার বিতরণ, দরিদ্র জনসাধারণের মাঝে ত্রাণ সহায়তাসহ বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন বক্তারা।
এসব জনহিতকর কার্যক্রম চালানোর জন্য ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা সৈয়দ আলম।