
নিউজ ডেস্ক: সংঘর্ষের পর থেকেই কিছুদিন ধরে রাঙ্গুনিয়া গোডাউন এলাকায় ট্রাফিক পুলিশ না থাকায় এক প্রকার বিশৃঙ্খল অবস্থায় যান চলাচল করছে। এতে করে রাঙ্গুনিয়ার ব্যাস্ততম সড়ক গোডাউন চত্বর এলাকয় যানজটে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছিল।

এ ছাড়াও পুলিশের কর্মবিরতি চলায় এটি আরো তীব্র আকার ধারণ করে। এ অবস্থায় সকাল থেকে সন্ধ্যার পর পর্যন্ত রাঙ্গুনিয়ার ব্যাস্ততম সড়ক গোডাউন চত্বরে যানবাহন চলাচল শৃঙ্খলা ফিরাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছেন আল উম্মাহ ফাউন্ডেশনের নেতৃবৃন্দরা।


সংগঠনটির নেতাকর্মীরা মাথায় টুপি, গায়ে লম্বা জুব্বা ও স্বেচ্ছাসেবীদের কটি গায় দিয়ে হাতে কাঠের লাঠি নিয়ে সড়কের মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এসময় যানবাহনগুলো নিয়ম মেনে সুশৃঙ্খলভাবে চলাচল করতে দেখা গেছে।

আল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতী দিলদার বিন কাসেম জানান,শেখ হাসিনার সরকার বিদায়ে দেশবাসীর মধ্যে আনন্দ বিরাজ করছে। এই সুযোগে কিছু সুযোগ সন্ধানী লোক দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সাধারণ জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে ধরে রাখতেই তাদের এই উদ্যোগ।