নিউজ ডেস্ক: চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের
পাশ্ববর্তী শিলক খালের পার থেকে এমরান নবীর (১৬) নামে এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত মাদ্রাসা ছাত্র এমরান নবীর রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলার ২নং শফিপুর গ্রামের মোহাম্মদ বুদো মিয়ার ছেলে এবং ইসলামিক মিশনারী সেন্টার ( সুখবিলাস মাদরাসা) এর কিতাব বিভাগ জামাতে পন্জুমের (দশম শ্রেণি) বিভাগের শিক্ষার্থী।
মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি সাইফুল ইসলাম জানান, গত শনিবার রাতে এশার নামাজের পর থেকে এমরান নবীরকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আশপাশের এলাকায় এলাকাবাসীদের সঙ্গে নিয়ে মাদ্রাসার সবাই মিলে অনেক খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। খোঁজ করে তাকে না পেয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তার পরিবারকে বিষয়টি জানায়।
পরে পরিবারের লোকজনও রাতভর এমরান নবীরের সন্ধান করে কোনো খোঁজ পায়নি। পরে নিখোঁজ হওয়ার পরদিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় একটি নিখোজ ডায়েরি করেন নিখোঁজ ছাত্রের পরিবার।
এরপর আজ ১৮ আগস্ট রবিবার মাগরিবের পর সাড়ে ৭টার দিকে সুখবিলাস মাদরাসার পাশ্ববর্তী শিলক খালের পারে একটি মরদেহ পড়ে থাকতে দেখে গ্রামবাসীরা মাদ্রাসা কর্তৃপক্ষকে খবর দেয়।
খবর পেয়ে পরিবারের লোকজন ও মাদ্রাসা কর্তৃপক্ষ পাশ্ববর্তী শিলক খালের পারে পৌছে পড়ে থাকা লাশটি নিখোঁজ এমরান নবীর বলে নিশ্চিত করেন তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। তবে স্থানীয়রা বলছেন এমরান নবীরের মৃত্যু রহস্যজনক বলে মনে হচ্ছে।
দক্ষিন রাঙ্গুনিয়া থানার ওসি৷ মির্জা মো: হাছান বলেন, নিহতের গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।