নিউজ ডেস্ক: চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ মিয়া চৌধুরী’কে শুক্রবার রাতে রাঙ্গুনিয়ার রাণীরহাটে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টা’র ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন নাগরিক সমাজ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলার রানীরহাট বাজার এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। পরে রানীরহাট যাত্রী ছাউনির সামনে প্রতিবাদ সমাবেশ রাজানগর ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য এডভোকেট কালাম উদ্দিন চৌধুরী।
চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আব্দুল গফুর খান, সহ-সভাপতি শাহেদ কামাল, পৌরসভা বিএনপির নেতা একতিয়ার হোসেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসিম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান রনি, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, রানীরহাট বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির আহবায়ক মুহাম্মদ জাহেদুল আলম চৌধুরী, জেলা যুবদল নেতা এবি এম সাইফুদ্দিন, কাজী রকিবুল হাসান মাসুদ, এম কামাল মাস্টার, উত্তর জেলা ছাত্রদের সহ-সভাপতি ফারুকুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জিয়াউর উদ্দিন মাহমুদ চৌধুরী, ছাত্রদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেলাল উদ্দিন, পৌরসভা যুবদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইফাক, উপজেলা সেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক মুহাম্মদ বখতিয়ার উদ্দিন, উপজেলা যুবদল নেতা জাফর ইকবাল, নিজাম উদ্দিন, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক কাজী মহিন উদ্দিন, জেলা ছাত্রদল নেতা মাসুদ শাকু, ইসলামপুর ইউনিয়ন ইউনিয়ন যুবদলের আহব্বায়ক মঞ্জুরুল আলম, সেচ্ছাসেবক দলের আহবয়ায়ক কামরুল পারবেজ, যুবদল নেতা এসকান্দর, রাজানগর যুবদলের আহব্বায়ক আবু মনছুর, সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, যুগ্ম আহবায়ক মুহাম্মদ ইউনুচ, সেচ্ছাসেবক দলের আহব্বায়ক জসিম উদ্দিন লিটন, শ্রমিক দলের আহব্বায়ক মুহাম্মদ রাশেদ, সাধারণ সম্পাদক সাইফুল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাসীরা ২০ লাখ টাকার বিনিময়ে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইউছুপ মিয়া চৌধুরী’কে পরিকল্পিতভাবে হত্যাচেষ্টা’র করেছিলো। এই ঘটনায় একজন গ্রেফতার হলেও অস্ত্রসহ বাকীরা পালিয়ে যায়। যারা পালিয়েছে তারাও এলাকার চিহ্নিত সন্ত্রাসী। এদের দ্রুত গ্রেপ্তার করে তাদের কাজ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করার আহবান জানান বক্তারা।