
নাম: মো: ফয়সাল, বুড়ির দোকান, নবাবী পাড়া, মো: বাবুলের (পরিসা বাপের বাড়ি) মেঝো ছেলে নেয়ামত আলী, বাতুয়া মাদ্রাসায় কুরআনে হাফেজ পড়তেছে, বয়স ১৩ বছর, পরনে সাদা জুব্বা, গত ২২ সেপ্টেম্বর বিকালে মাদ্রাসা থেকে বের হয়, নেয়ামত আলী স্টেশন সংলগ্ন ফুটবল টার্ফ মাঠের পাশে বসে সন্ধ্যা ৫.৫৭ মিনিট পর্যন্ত খেলা দেখে, তারপর সেখান থেকে মেইন রাস্তার দিকে যায় (সিসি ক্যামেরায় দেখা যায় এতটুকু)। এরপর থেকে নিখোজ!
কেউ যদি দেখে থাকেন তাহলে জানাবেন, আর না দেখে থাকলে খুজে পেতে সাহায্য করবেন।
যোগাযোগ: 01839678963