
নিউজ ডেস্ক: ভারতীয় পুরোহিত রামগিরি ও বিজেপির মন্ত্রী নারায়ন কর্তৃক মহানবী হয়রত মুহাম্মদ (সাঃ)’কে কটুক্তি এবং পার্বত্য চট্টগ্রাম নিয়ে দেশদ্রোহী উপজাতি সন্ত্রাসীদের গভীর ষড়যন্ত্রের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজত ইসলাম রাঙ্গুনিয়া শাখা।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৩টায় চন্দ্রঘোনা আধুরপাড়া ঈদগাহ মাঠ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে দোভাষী বাজার ঘুরে চন্দ্রঘোনা মোড়ে এসে শেষ হয় হয়। পরে সেখানে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জামেয়া মেহেরীয়া মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস নেছার আহমদ।

মুফতি এরশাদুল আলম মাসুদ’র সঞ্চালনায় বক্তব্য দেন সরফভাটা মুয়াবিনুল ইসলাম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মুফতি মো. নেজাম, চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাবিবুল্লাহ রব্বানী, হেফাজত নেতা মাওলানা আবদুল খালেক, মাওলানা বাহাদুর খান, মাওলানা ওসমান গনি, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা জাহাঙ্গীর, মাওলানা মনজুর, মাওলানা মো. হেলাল, মাওনালা হাফেজ আবদুল আজিজ, ব্যবসায়ী মো. ইলিয়াস সওদাগর, আবু বকর প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের পুরোহিত ধর্মীয় অনুভূতিতে কটুক্তি করে যে কথা বলেছেন সেটা মুসলমান কিছুতেই সহ্য করতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অনুরোধ কুটনৈতিকভাবে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে। ভারত সেকুলারিজমের নামে অন্য ধর্মের উপর বারবার আঘাত করতে পারে না।