
নিউজ ডেস্ক: সম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ গড়তে সেনাবাহিনী বদ্ধপরিকর। পূজা মন্ডপে সর্বোচ্চ নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত। দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়ায় দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বরত অফিসার এসব কথা বলেন।

সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন দুর্গা পূঁজা উৎসব উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীর কঠোর নিরাপত্তা শুরু হয়েছে। ইতিমধ্যে রাঙ্গুনিয়া উপজেলার প্রতিটি পূজা মন্ডপে সেনা বাহিনী মোতায়েন করা হয়েছে।

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম প্রতিটি পূজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো: নজরুল ইসলাম,উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রাঙ্গুনিয়া থানা ও উত্তর জেলা বিএনপির সদস্য সদস্য আলহাজ্ব শওকত আলী নুর ও ১০ নং পদুয়া ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি নুরুল ইসলাম মেম্বারসহ পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।

এ সময় দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পদুয়া ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও পূজা উদযাপন কমিটির লোকজনের সাথে মন্দিরের নিরাপত্তা সহ আইন-শৃঙ্খলা বিষয়ক বিবিধ বিষয় নিয়ে আলোচনা করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ সেনাবাহিনী বলেন, শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে উদযাপনে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সহযোগিতা করবে। কোনো ভাবেই আইনশৃংঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে সে ব্যাপারে তিনি সবাইকে সর্তক থাকার আহবান জানান।