
নিউজ ডেস্ক: বিএনপির সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদক খোরশেদ আলম ফারুকীকে কুপিয়ে জখম করেছে।
সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১২ টায় চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন এশিয়ান হাউজিং সোসাইটি এলাকায় এ ঘটনা ঘটে।
জানাযায়, হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন রাতে বহদ্দারহাট হয়ে বাসায় ফেরার পথে ছাত্রলীগ ক্যাডার হৃদয় মিত্র সুমন প্রকাশ ইয়াবা সুমন ও তার গ্রুপের অন্যান্য ক্যাডাররা তাকে হত্যার উদ্দশ্যে অতর্কিত হামলা করে মাথায় রামদা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সিতে ভর্তি করা হয়। এ রিপোর্ট লেখার পূর্ব পর্যন্ত তার চিকিৎসা চলছে। উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক অধ্যাপক মোহাম্মদ মহসিন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত ফ্যসিস্ট আওয়ামী প্রধান হাসিনার উসকানিমূলক বক্তব্যে উদ্বুদ্ধ হয়ে সাবেক ছাত্রনেতা ফারুকীকে হত্যার উদ্দেশ্যে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে কুপিয়ে জখম করেছে। তিনি পুলিশ প্রশাসনের প্রতি অনতিবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবি করেন।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সংবাদ মাধ্যমকে জানান,চিহ্নিত হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান চলচ্ছে।
এদিকে জিয়া মঞ্চ চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা কেন্দ্রীয় সহ মানবাধিকার বিষয়ক সম্পাদককে হত্যা চেষ্টার প্রতিবাদে ২৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
লালানগর যুবদলের সভাপতি এ এইচ সুমন জানায়,গুরুতর আহত খোরশেদ আলম ফারুকী রাঙ্গুনিয়া ১৪নং দক্ষিন রাজানগর খন্ডলিয়া পাড়ার এম এ মালেকের ছেলে।