রাঙ্গুনিয়া প্রতিনিধি :চট্টগ্রাম এর রাঙ্গুনিয়ার ঐতিহ্যেবাহী প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া মেহেরিয়া মুঈনুল ইসলাম ও এতিমখানার বার্ষিক সভা ও পাগড়ী প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বুধবার থেকে শুরু হয়ে ৭ নভেম্বর বৃহস্পতিবার পর্যন্ত দুই দিনব্যাপী এই মাহফিলের আয়োজন করা হয় এবং বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে শেষ হয়েছে।
আল জামিয়া আল কুরআনিয়া চন্দ্রঘোনা ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা আনাছ মাদানীর এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাওলানা আজিজুল হক আল মাদানী।
এসময় তিনি মাদ্রাসার হেফজ সমাপ্তকারী ও দাওরা হাদিস (কামিল) পাস ৫০ জন শিক্ষার্থীদের মাঝে পাগড়ি প্রদান করেন।
মাদ্রাসা শিক্ষক মুফতী দিলদার বিন কাসেমের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, মুফতী মাহমুদুল হাসান বাবুনগরী, মাওলানা সলিমুল্লাহ, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মাওলানা রেজাউল করিম আবরার, মাওলানা আব্দুল্লাহ আল মারুফ,
মাওলানা নুরুল ইসলাম সাদেক, মাওলানা শামসুদ্দিন আফতাব, মাওলানা জমির উদ্দিন,মাওলানা লুৎফুর রহমান ঢাকাসহ অসংখ্য আলেমেদ্বীন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে দেশ বরণ্য ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।