![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/IMG_20241118_210221.jpg)
নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছমদ সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের মাঝে ত্রান সহায়তা দিল বাংলাদেশ ইসলামী আন্দোলন রাঙ্গুনিয়া আই এ বি কল্যাণ পরিষদ।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114871-1-1024x768.jpg)
ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে ১বান টিন, বিভিন্ন নিত্য পণ্য ও কাপড়।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114855-1024x768.jpg)
রবিবার (১৭ নভেম্বর) বিকালে ত্রান সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ রাঙ্গুনিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী ইসমাইল,
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114861-1024x485.jpg)
সহ-সভাপতি মাওলানা দিদার,মাওলানা হাম্মাদ বিন আব্দুস শুকুর,সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি জাহাঙ্গীর,জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সরফভাটা শাখার মাওলানা লোকমান,
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114863-1024x485.jpg)
বাংলাদেশ ইসলামী আন্দোলন সরফভাটা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সহ-সভাপতি মাওলানা এমদাদ,মোহাম্মদ আজগার,সাংগঠনিক মাওলানা শাহ আলম,থানা দায়িত্বশীল মাওলানা রহিমুল্লাহ,যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র শিক্ষক মেহেরিয়া মাদ্রাসা মোহাম্মদ শহিদুল ইসলাম, সরফভাটা শাখার অর্থ সম্পাদক মোহাম্মদ আব্দুল হাকিম ও ওয়ার্ড মেম্বার স্থানীয় প্রতিনিধি প্রমুখ উপস্থিত ছিলেন।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114858-1024x485.jpg)
উল্লেখ্য- গত শনিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার সরফভাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ড ছমদ সওদাগরের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114868-1024x576.jpg)
অগ্নিকান্ডে ওই এলাকার মো. মহিউদ্দিন, মো. হাসান, আবদুল বাছেক, মো. সদর আলী ও মো. জনি। এতে তারা আনুমানিক ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান।
![](https://ajkerrangunianews.com/wp-content/uploads/2024/11/1000114865-1024x485.jpg)