নিউজ ডেস্ক: চট্টগ্রামের স্বনির্ভর রাঙ্গুনিয়ার সামাজিক, ধর্মীয় ও অরাজনৈতিক সংগঠন ইত্তেহাদ-উল-উলামা আল কাওমিয়া উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবছরও ইসলামী মহাসম্মেলন সোমবার (৯ ডিসেম্বর) দিনব্যাপী ঐতিহ্যবাহী মজুমদারখীল হাই স্কুলের মাঠ প্রাঙ্গণে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মাওলানা মুফতি অলিউল্লাহ এর সভাপতিত্বে ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া জামেয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদীস আল্লামা মুফতি ছা’আদত হোছাইন (হাফি:), চট্টগ্রাম জামিয়াতুন নূর আল-আলমিয়্যার প্রতিষ্ঠাতা পরিচালক ও ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের মহাসচিব আল্লামা ওবায়দুল্লাহ হামজা (হাফি) ও চট্টগ্রাম জামিয়া দ্বীনিয়া দারুল হিদায়া মাদ্রাসার প্রধান পরিচালক আল্লামা মুফতি আজিজুল হক আল মাদানি (হাফি)।
সম্মেলনের প্রধান আকর্ষণ ছিলেন ঢাকা জামেয়া তালিমিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিকী কোয়াকাটা (হাফিজাহুল্লাহ)
ও উদিয়মান তরুণ বক্তা চট্টগ্রাম জামিয়া দ্বীনিয়া দারুল হিদায়া মাদ্রাসার শিক্ষা পরিচালক মাওলানা মুফতি মাহমুদ বিন মাদানী (হাফি:)।
ইত্তেহাদুল ওলামা আল কাওমিয়ার সাধারণ সম্পাদক মাওলানা নাজমুল হক চৌধুরীর সঞ্চালনায় কুরআন ও সুন্নাহের আলোকে সম্মেলনে বিশেষ অতিথির ধর্মীয় আলোচনা করেন আল-জামেয়াতুল ইসলামিয়া মোজাহেরুল ইসলাম মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা মুফতি নুরুল্লাহ (হাফি:)
ও কোদালা আজিজিয়া কাছেমুল উলুম মাদ্রাসার পরিচালক আল্লামা মুফতি আবদুল কাদের (হাফি:) ও মাওলানা গিয়াস উদ্দিনসহ আরো শীর্ষ ওলামায়ে কিরাম ও ইসলামিক স্কলারবৃন্দরা বক্তব্য রাখেন।
মহাসম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুল মাবুদ,মাওঃ আব্দুল কাদের, মাওঃ হাজি ইসমাইল, মাওঃ আনোয়ার হোসেন, মাওঃ আজিজুল্লাহ,মাওঃ আবুল কালাম,মাওঃ ইলিয়াস মাহি,মাওঃ হাফেজ কুতুব উদ্দিন চৌধুরী,মাওঃ ইকবাল, মাওঃ আইয়োব,মাওঃ রহমত, হাফেজ আব্দুল করিম, মাওঃ কামাল উদ্দিন ও মাওঃ মুছাসহ রাঙ্গুনিয়ার বিভিন্ন মসজিদের ঈমাম-খতিব ও বিভিন্ন স্তরের আলেম সমাজ উপস্থিত ছিলেন।