নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ
অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ই ডিসেম্বর) বিকেলে চন্দ্রঘোনা নবগ্রাম মাঠে এই উদ্বোধনী ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিফ এনামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রঘোনা ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আজাদ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জি এস শোয়াইব কাদের।
চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো: জুয়েল এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক হারাধন দাশ,মাহাবুব আলম,কায়ছার মাহমুদ, মোহাম্মদ মঞ্জু, রবিউল রহমান,আব্দুল মান্নান কোম্পানি, ওমর ফারুক,নুর মোহাম্মদ সওদাগর।
এসময় খেলা পরিচালনা কমিটির মধ্যে আরো উপস্থিত ছিলেন মন্জুরুল ইসলাম,সাইফুল ইসলাম,মোহাম্মদ রাকিন,সাহেদ,প্রবাসী ওবায়দুল্লাহ,আরমান,সাজ্জাদ প্রমুখ,এসময় খেলা পরিচালনায় রেফারির দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন,
খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে চন্দ্রঘোনা রাইজিং স্টারকে ১-৩ গোলে পরাজিত করে জয়লাভ করে চন্দ্রঘোনা ব্লাড ব্যাংক ফুটবল একাদশ।