নিউজ ডেস্ক: : ১৯৭১ এর মহান বিজয় দিবস স্মরণে জিয়া মঞ্চ রাঙ্গুনিয়া উপজেলা ও পৌরসভা শাখার উদ্যোগে বিজয় র্যালি ১৬ ডিসেম্বর দুপুরে অনুষ্ঠিত হয়।
র্যালিটি কাদের নগর থেকে শুরু হবে কাপ্তাই সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সদরে আলোচনা সভার মাধ্যমে শেষ হয়।
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল আলিম সওদাগরের সভাপতিত্বে ও আবদুস সালাম সবুজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াকিল আহমদ, প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি জিয়াউদ্দিন কাদের।
ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি, ইউসুফ চৌধুরী,জিয়া মঞ্চ কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ, সহ-মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকী, সহ আন্তর্জাতিক সম্পাদক আবদুল গফুর খান, চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন তালুকদার, জসিম উদ্দিন জমাদার, মোহাম্মদ ইসমাঈল, নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক এজলাস, সহ সাধারণ সম্পাদক এনামুল হক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জিয়া মঞ্চের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ফরিদ, পৌরসভার সাধারণ সম্পাদক রিজুয়ান খান রাব্বি,উপজেলার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান সিকদার, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, অর্থ সম্পাদক জসিম উদ্দিন সহ বিভিন্ন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ইতিহাস বিকৃত করে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে যেসব ডকুমেন্টারি করেছেন তা বাতিল করার দাবি জানান। পতিত সরকারের দেশ বিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে নেতাকর্মীদের সজাগ থাকার আহবান জানান।