
রাঙ্গুনিয়া প্রতিনিধি: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ২য় ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকালে পদুয়া ওয়ালীদ স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ নাঈম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক আলহাজ্ব নুরুল আলম।

প্রধান বক্তা ছিলেন পদুয়া ২ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো: আজম নুর।

ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ইউনিয়নের যুবদল নেতা মো: জসীম উদ্দিন, রহমত উল্লাহ, মোহাম্মদ আলী,আকতার হোসেন,দিদার আলম ও এমরান তালুকদার প্রমুখ।

খেলায় নাপিত পুকুরিয়া যুব উন্নয়ন সংঘ অনুপস্থিত থাকায়লাল সবুজ পদুয়া একাদশকে বিজয়ী ঘোষণা করা হয়।

ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ আগামী বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে হরিহর স্পোর্টিং ক্লাব বনাম পদুয়া এলাভেন সুপার স্টারের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে।