
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকালে বিশিষ্ট সমাজসেবক মো: হোসেন (প্রকাশ- কালু) এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রবীননপল্লী চিকিৎসক ডা: দয়াল হরিশীল।


প্রধান বক্তা ছিলেন উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও সাবেক সভাপতি এবং পল্লী চিকিৎসক ডা: অন্জন কান্তি বিশ্বাস।
ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদুয়া ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আজম নূর,

প্রাক্তন শিক্ষক মাষ্টার মনোরঞ্জন বড়ুয়া, হোমিওপ্যাথিক চিকিৎসক ডা: আনন,ডা: ইয়াছিন আরাফাত,দিলিপ বড়ুয়া, ওয়ালীদ স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী,যুগ্ম-সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, হামিদুল হক (সুমন),মো: ওসমান,দিদার আলম,ফরহাদ,জাহাঙ্গীর,মানিকও সাংগাঠনিক সম্পাদক সাকিবুল ইসলাম প্রমুখ।


হরিহর স্পোর্টিং ক্লাব বনাম পদুয়া এলাভেন সুপার স্টারের খেলায় হরিহর স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে পদুয়া এলাভেন সুপার স্টার।


খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো. হাফিজুর রহমান। এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ দিদারুল ইসলাম,সহকারী এডিসন চাকমা,সত্য প্রিয় চাকমা। খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: দেলোয়ার হোসেন।


ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৩য় ম্যাচ আগামী শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াই কে-বি ফ্রেন্ডশীপ ক্লাব রাউজান বনাম পদুয়া একতা সংঘের মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে।