
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে সরফভাটা ইত্যাদি চত্বর থেকে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে ইত্যাদি চত্বর থেকে ক্ষেত্রবাজার পর্যন্ত আগত ক্রেতা- বিক্রেতা, পথচারী, ব্যবসায়ী, শিক্ষার্থী ও নানা শ্রেণিপেশার মানুষসহ দোকানে, দোকানে গিয়ে লিফলেট বিতরণ করা হয়। একইসাথে রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয়।

এর আগে কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ওসমান গনি। সভাপতিত্ব করেন সরফভাটা ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি রফিকুল ইসলাম।

সরফভাটা সেচ্ছাসেবকদলের সভাপতি ফরিদুল আলম জনির সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি নুরুল আবছার মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান আলমগীর চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ আইয়ুব, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, বিএনপি নেতা সরোয়ার ইসলাম, জহিরুল ইসলাম বুলু, ডাঃ সন্তোষ কুমার, মো. ইসমাইল, ওলামা দলের সভাপতি মাওলালা রফিক ইসলাম, আক্তার হোসেন, দক্ষিণ যুবদল নেতা দিদার আলম, আবু বক্কর চৌধুরী, সেচ্ছাসেবকদল নেতা মোহাম্মদ ইউনুস, নুরুল আবছার, মুবিন চৌধুরী, সাকি চৌধুরী, মাওলানা জমির, মো. মনছুর, মো. করিম, মো. শফি, মহিলা দল নেত্রী শানু, লাকি আক্তার, সানজিদা ইয়াছমিন, নুর আয়েশা প্রমুখ।
