
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ ফেব্রুয়ারী) বিকালে বিশিষ্ট সমাজসেবক উত্তর পদুয়া কেন্দ্রীয় জামে মসজিদের সদস্য ফখর উদ্দিন আযাদের সভাপতিত্বে

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক প্রকৌশলী ও ব্যাবসায়ীশাহজান সিরাজ তারেক।

প্রধান বক্তা ছিলেন বিশিষ্ট ব্যাংকার রোপালী ব্যাংক মাঝিরঘাট রোড করপোরেট শাখার সিনিয়র অফিসার মো: সাদেকুল ইসলাম।



ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক হাজী মোহাম্মদ আবু বক্কর,রাসেদ করিম (সও:),দিল আহম্মদ, আজম নূর,জেবর মুল্লুক,জমির উদ্দিন ও বাংলাদেশ পুলিশ সদস্য অভিদাশ গুপ্ত প্রমুখ।




খেলায় রাঙ্গুনিয়া ফুটবল একাডেমি বনাম গুরুন আলী যুব পরিষদ প্রতিদ্বন্দ্ধিতা করে।





এতে রাঙ্গুনিয়া ফুটবল একাডেমিকে ৩-০ গোলে পরাজিত করে গুরুন আলী যুব পরিষদ।


খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মো.সুমন।

এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ হুমায়ুন রশিদ,সহকারী হিসেবে রেফারির দায়িত্ব পালন করেন দিদারুল ইসলাম ও সত্যপ্রিয় চাকমা।


খেলায় ধারাভাষ্যে ছিলেন মো: সাকিবুল ইসলাম।



ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ট ম্যাচ আগামী বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে রাজাপাড়া ফুটবল একাদশ বনাম রাঙ্গুনিয়া খেলোয়াড় কল্যাণ সমিতির মাঝে ম্যাচ অনুষ্ঠিত হবে।