
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া জমাদারটিলা প্রাঙ্গণে সূর্যদেবকে পূজা দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। এ উপলক্ষে জমাদারটিলায় হাজারো পুণ্যার্থী হাজির হন। পূজা ঘিরে সূর্যব্রত মেলা বসে। মেলায় নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশ নেন।

রবিবার (৯ ফ্রেব্রুয়ারি) পদুয়া ইউনিয়নের জমাদারটিলা মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ মেলা বসেছে। প্রাচীনকাল থেকে আপন ঐতিহ্যে মাঘ মাসের শুক্লপক্ষের শেষ রবিবার সূর্যপূজা উপলক্ষে পদুয়া ইউনিয়নেরএ মেলায় দূর-দুরান্ত থেকে আসা পাহাড়ি-বাঙালিসহ পূণ্যার্থীদের আগমনে সূর্য ব্রত মিলন মেলা হয়। বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এ মেলায় এসে পরিবেশকে করে তোলেন উৎসবমুখর।

আপন সংস্কৃতি টিকিয়ে রাখতে এ মেলায় গৃহস্থালী জিনিসপত্র থেকে শুরু করে গ্রাম বাংলার ঐহিত্যবাহী নানান সামগ্রী পাওয়া যায়। এই মেলায় বিভিন্ন এলাকা থেকে দোকানিরা মেলায় এসে বাহারি মিষ্টিসহ শিশুদের হরেক রকম খেলনা, নারীদের বিভিন্ন রকম প্রসাধনী, দা-বটি, খোন্তা, কুঠার ও কাঠসহ বাঁশ বেতের তৈরি করা হস্তশিল্প বিভিন্ন জাতের শাকসবজি ফলমূলের দোকানে পসরা সাজিয়ে রাখে।

জানা যায়, এই মেলার শুরু হয়েছে স্থানীয়দের মতে, অনেক বছর থেকে ,মাঘ মাসের শীতের তীব্রতায় গ্রামের মানুষ যখন জবুথবু হয়ে পড়ে তখনই সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন সূর্য দেবের। সনাতন ধর্মের নর-নারীরা উপবাস রেখে মনোবাসনা পূর্ণ করতে সূর্যদেবতাকে তুষ্ট করার অভিপ্রায়ে নানা উপাচারে উৎর্সগ করেন।

সে সব উপাচার একের পর এক সাজিয়ে রাখায় তা সূর্যখোলা নামেও পরিচিত।সেই থেকে প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের শেষ রবিবার পূজার প্রচলন ঘটে। কালক্রমে তা উৎসবে পরিণত হয়। এর থেকেই সূর্যের ব্রত মেলা হয় ।

এ উপলক্ষে ফসলশূন্য জমিতে বসে মেলা। মেলা বসার ফলে সে জমিটিও সূর্যব্রত বিল নামে পরিচিতি লাভ করে। সুষ্ঠুভাবে মেলা সম্পন্ন করার লক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি ও স্থানীয় সদস্যদের নিয়ে গঠন করা হয় মেলা উদযাপন কমিটি। পুরো মেলায় সার্বিক নিরাপত্তার দায়িত্বে থাকেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

স্থানীয় মেলা উদযাপন কমিটির সভাপতি টিকলু বড়ুয়া বলেন, প্রতিবছর মাঘী শুক্লা তিথিতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সূর্যদেবের পূজা দেন। এ পূজা ঘিরে গ্রামবাংলার ঐতিহ্যবাহী সূর্যব্রত মেলা হয়। আমরা প্রশাসন থেকে সর্বোচ্চ পর্যায়ক্রমে সহযোগিতা পেয়েছি,এলাকা গণমান্য ব্যক্তি সর্বস্তরের জনসাধারণ শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পেরেছি সেজন্য সকল প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্যা, দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আইনশৃঙ্খলা বাহিনী, গণমাধ্যম কর্মী ও মেলা কমিটির সদস্যবৃন্দরা।

মেলা উদযাপন কমিটির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মালঞ্চ বড়ুয়া,সিনিয়র সহ-সভাপতি মানষ চৌধুরী, সহ-সভাপতি মিশুক দে,কুসুম চৌধুরী, সাধারণ সম্পাদক জুয়েল দাশ (নিলয়),যুগ্ম-সাধারণ সম্পাদক সৈকত চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক জয়সেন বড়ুয়া,তপন দে,আকাশ বড়ুয়া,অর্থ সম্পাদক রকি চৌধুরী,

সহ-অর্থ সম্পাদক সাগর বড়য়া,অন্তর বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক উৎপল বড়ুয়া, সহ-সাংগঠনিক সম্পাদক পিয়াল বড়ুয়া, আর্যমিত্র বড়ুয়া,বিংকন বড়ুয়া,

প্রচার সম্পাদক হৃদয় বড়ুয়া, কাকন বড়ুয়া,মোঃ আরশাদ ইসলাম (শুভ),সুকান্ত বড়ুয়া,জয় চৌধুরী,সাগর বড়ুয়া,প্রশান্ত বড়ুয়া,সুমন বড়ুয়া,টনি বড়ুয়া ও ঝুলেন বড়ু প্রমুখ।