
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার পদুয়ায় ওয়ালীদ স্মৃতি সংসদের উদ্যোগে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সেমি ফাইনালের ২য় ম্যাচ উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২১ ফেব্রুয়ারী) বিকালে ওয়ালীদ স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা ও উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ১৯৯১ ব্যাচের ছাত্র করিম উদ্দিনের সভাপতিত্বে এ খেলা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও দক্ষিণ রাঙ্গুনিয়া ডিগ্রি কলেজের সভাপতি লায়ন শওকত আলী নুর।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ব্রাদার অর্কিড লিমিটেডের পরিচালক ও পদুয়া ডিগ্রি কলেজের গভর্নিং বর্ডির বিদ্যুৎসাহী সদস্য নাসির উদ্দিন।

ওয়ালীদ স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক লিমিটেড এর ম্যানেজার মাহমুদুল হক ও বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক উন্নয়ন সচিব অনুজ কুমার বড়ুয়া প্রমুখ।

এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জয়নাল, ওসমান,প্রবীর দাশ,বিদ্যা সাগর,আলমগীর, গিয়াস উদ্দিন বাবুল, জাহেদ, পূরবী,রুনু,চম্পা, শেলী,শান্তি,সাগরা বেগম, সুভাষ শীল, ভুট্টাো, মানিক,অজিদ ও আব্দুল করিমসহ ওয়ালীদ স্মৃতি সংসদের নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।

খেলায় নারিশ্চা সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বনাম পদুয়া এলাভেন সুপার ষ্টার প্রতিদ্বন্ধিতা করে।


এতে পদুয়া এলাভেন সুপার ষ্টারকে ৫ গোলে পরাজিত করে নারিশ্চা সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ।

খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় হেলাল।


এদিকে খেলার রেফারির দায়িত্ব পালন করেন চট্টগ্রাম জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশনের রেফারি মোহাম্মদ দিদারুল ইসলাম ও সাজ্জাদ হোসেন ও দেলোয়ার।

ওয়ালীদ স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার বিকালে উত্তর পদুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে নারিশ্চা সালাহউদ্দিন কাদের চৌধুরী স্মৃতি সংসদ বনাম গুরুন আলী যুব পরিষদের মাঝে অনুষ্ঠিত হবে।