
নিউজ ডেস্ক:”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- আমি কি ভুলিতে পারি”

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজে গভর্নিং বডির সভাপতি, সদস্যবৃন্দ, অধ্যক্ষ, শিক্ষক-মণ্ডলীসহ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে র্যালি সহকারে শহীদ মিনারে পুষ্পস্তবক দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। অতঃপর কলেজ অডিটরিয়ামে বায়ান্ন’র ভাষা শহীদদের স্মরণে এক স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, লায়ন মুহাম্মদ শওকত আলী নূর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ যথাক্রমে শিক্ষানুরাগী ও সমাজ সেবক মোঃ নাসির উদ্দিন,

সমাজ ও সাংস্কৃতিক সংগঠক, শিক্ষানুরাগী ও আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত আলোকচিত্র শিল্পী অনুজ কুমার বড়ুয়া ও শিক্ষক প্রতিনিধি সদস্য অধ্যাপক জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক হামিদ উল্লাহ।



২১ শে ফেব্রুয়ারি তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ভূমিকা তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন অধ্যাপক বিকাশ নন্দী,

অধ্যাপক জাহাঙ্গীর আলম, অধ্যাপক খাজা বাহাউদ্দিন, ২য় বর্ষের ছাত্রী তাসমিন করিম ইশা প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করে মোঃ ফরহাদ,

পবিত্র গীতা পাঠ করে রিংকু দে ও পবিত্র ত্রিপিটক পাঠ করেন শ্রমন রণি তঞ্চঙ্গা।


উদ্ভোধনী সংগীত পরিবেশন করে রিংকু দে, জুলিয়া বড়ুয়া প্রমুখ ছাত্র-ছাত্রীরা।
