
নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

শুক্রবার (২১শে ফেব্রুয়ারি) সকালে ঐতিহ্যবাহী দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের প্রবেশ তোরণ নির্মাণের ভিত্তি প্রস্তর কলেজের সম্মানিত অধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন কাজী মহোদয়ের সভাপতিত্বে কলেজ গভর্নিং বডির সভাপতি লায়ন মুহাম্মদ শওকত আলী নূর, বিদ্যোৎসাহী সদস্য মো: নাসির উদ্দিন, হিতৈষী সদস্য অনুজ কুমার বড়ুয়া কলেজের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, সুধীমন্ডলীর উপস্থিতিতে স্হাপন করা হয়।

শেষে দেশ, জাতি, একুশের শহীদ এবং এ তোরন নির্মানে সংশ্লিষ্ট সকলের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় আরো উপস্থিত ছিলেন অত্র কলেজের সহকারী অধ্যাপক চিনু ছন্দা দে, মোজাহেরুল হক, শ্যামল কান্তি বড়ুয়া, খাজা বাহাউদ্দিন, জাহাঙ্গীর আলম, সলিম উল্লাহ, বিকাশ নন্দী এবং প্রভাষক তানজিলা শরমিন,আনিসুল ইসলাম, জনি দে, গিয়াস উদ্দিন, দীপঙ্কর দেবনাথ, অভিভাবক আহমেদুল হক, জামাল উদ্দিন, মোক্তার আহমেদ, করিম উদ্দিন ও জাহেদুল আলম প্রমুখ।

কলেজ কতৃপক্ষ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাক্তন ছাত্র-ছাত্রী, বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবক মণ্ডলী, এলাকাবাসী সকলে জেনে খুশি হবেন যে, কলেজের সন্মানিত অধ্যক্ষ, কলেজের বর্তমান গভর্নিং বডির সভাপতি ও সদস্যবৃন্দ এবং কলেজের শুভাকাঙ্ক্ষীদের ঐকান্তিক আগ্রহে আমাদের পদুয়া গ্রামের কৃতি সন্তান দীর্ঘ দিন আমেরিকা প্রবাসী আমাদের অত্যন্ত আপনজন দক্ষিণ রাঙ্গুনিয়া পদুয়া ডিগ্রি কলেজের অন্যতম হিতাকাঙ্খি বাবু স্বপন কুমার বড়ুয়া( শিবু)র অর্থায়নে এবং তাঁরই পরমাত্বীয় ও বন্ধু আমাদের এলাকার বিশিষ্ট সমাজসেবক বাবু মনোজ বড়ুয়া’র সুপারিশক্রমে এ কলেজের নান্দনিক এই তোড়ণের কাজ ইনশাআল্লাহ স্বল্পতম সময়ের মধ্যে শুরু হতে যাচ্ছে। তোড়ণের ডিজাইন করেছে পদুয়ার আরেক কৃতি সন্তান প্রকৌশলী দীপক বড়ুয়া। আমাদের এ প্রিয় ভাইটি এ কলেজের প্রাক্তন ছাত্র। এটা অবশ্যই গর্বের ও খুশির বিষয়। কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে স্নেহের প্রকৌশীকে অনেক অনেক ধন্যবাদ, আর্শীবাদ।
মেধা ও যোগ্যতা যোগ করে নিজের কলেজের জন্য সবার পছন্দের একটা নান্দনিক তোড়ণের ডিজাইন তিনি আমাদেরকে উপহার দিয়েছেন।