
নিউজ ডেস্ক: চট্টগ্রামে রাঙ্গুনিয়ার উত্তর পদুয়া নারিশ্চায় মাজার প্রাঙ্গণে বিপুল উৎসাহ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় রীতিনীতি পালনের মধ্যে দিয়ে রুহুল আশেকীন, অলিকুল শিরোমণি,হযরত রাওয়া, মুশকিল কোশা ও হযরত মাওলানা আলহাজ্ব শাহ সুফি সৈয়দ আবদুস ছত্তার শাহ নকশবন্দিয়া (রহ.) ৫৬ তম বার্ষিক ওরশ শরীফ বুধবার (১৯ ফেব্রুয়ারি) শুরু হয়ে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) দুই দিন রাত ব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে।

কর্মসূচীর মধ্যে ছিল সকাল ৯ টা থেকে ওলামায়ে কেরাম ও মাদ্রাসা শিক্ষার্থীদের অংশ গ্রহণে খতমে কুরআন,খতমে বুখারী শরীফ, মুজমায়ে সালাওয়াতে রাসূল, গাউছিয়া শরীফ,নাতে রাসূল (সাঃ) ও জিকিরে মুস্তফা (সাঃ),মুশারা মাহফিল, মাজার জিয়ারত, মিলাদ মাফিল, আউলিয়া কেরামদের গুরুত্ব আলোচনা ও তাবারুক বিতরণ করা হয়েছে। এসময় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা বিনিময় ও ক্রেস্ট প্রদান করা হয়।

সাজ্জাদানশীল সৈয়দ আহসানুল হুদা (সাব্বির) এর সভাপতিত্বে মিলাদ মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী ইমাম গাজী শেরে বাংলা (রহ.) দরবার শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল (দঃ), শাহজাদায়ে ইমাম গাজী শেরে বাংলা (রহ.), পীরে ত্বরীকত,আল্লামা সৈয়্যদ আমিনুল হক আল-কাদেরী (মা.জি.আ)।

আমন্ত্রিত পীর হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বায়জিদ কুলগাঁও,আল আমিন হাশেমী দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত, অধ্যক্ষ আল্লামা কাজী ছাদেকুর রহমান হাশেমী (মা.জি.আ), রাঙ্গুনিয়া রাহাতিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত, রওনকে আহলে সুন্নাত, আল্লামা ওবায়দুল মোস্তফা নঈমী আশরাফী (ম.জি.আ), ফটিকছড়ি পাইন্দং আশরাফাবাদ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত, মাখদুমে আহলে সুন্নাত, হযরতুলহাজ আল্লামা হাফেজ শাহ্ আলম নঈমী আশরাফী (মা.জি.আ),চট্টগ্রাম হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত আবুল ফারাহ্ মুহাম্মদ ফরিদ উদ্দীন আল-কাদেরী (মা.জি.আ),হাটহাজারী ঈছাপুর উত্তর মেখল দরবারে মোনাওয়ার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত, আল্লামা সালেকুল মাওলা আল-কাদেরী (মা.জি.আ)।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআাত ১০নং পদুয়া ইউনিয়ন শাখার সিনিয়র সহ-সভাপতি, মাওলানা আব্দুল হামিদ নঈমী (ম.জি.আ.)।

সংবর্ধেয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামশুল হুদা, সৈয়্যদ মুহাম্মদ নজমুল হুদা ও সৈয়্যদ মুহাম্মদ মঞ্জুরুল হুদা, আওলাদ রাঙ্গুনিয়া, পদুয়া সৈয়দ আবদুস ছত্তার শাহ নক্সবন্দী (রহ.)।

ওরশ শরীফে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া চন্দ্রঘোনা ছালেহ আহমদ শাহ দরবার শরীফের শাহ্জাদা সৈয়্যদ মুহাম্মদ গিয়াস গিয়াস উদ্দিন (ম.জি.আ.)।

ওরশ শরীফে আমন্ত্রিত ওয়ায়েজীন ছিলেন মাওলানা মুহাম্মদ ওমর ফারুক নঈমী (ম.জি.আ),মুফতি মুহাম্মদ আবদুল আজিজ রজভী (ম.জি.আ.),মাওলানা নুর মোহাম্মদ আল-কাদেরী,মাওলানা মুহাম্মদ খায়রুল আমিন চিশতী (ম.জি.আ.),মুফতি মুহাম্মদ সাইফুল ইসলাম (ম.জি.আ.), মাওলানা মুহাম্মদ ফরিদুল আলম রজভী (ম.জি.আ.)।

ওরশ শরীফে আমন্ত্রিত ওলামায়ে কেরাম ও অতিথি ছিলেন মাওলানা নুরুল আমিন রেজভী আশরাফী,কাজী মাওলানা মুহাম্মদ রফিকুল ইসলাম নঈমী,মাওলানা আবদুল হালিম আলকাদেরী,মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ,মাওলানা হাফেজুর রহমান আল-কাদেরী,মাওলানা আরিফুল ইসলাম মাইজভান্ডারি, মাওলানা মোহাম্মদ আলী নঈমী,মুহাম্মদ শওকত হোসেন আলকাদেরী,পীরযাদা মাওলানা সৈয়াদ মুহাম্মদ গোলাম রসুল নঈমী,মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম,মাওলানা মুহাম্মদ মতিউর রহমান,মাওলানা কবির আহমদ,মাওলানা মুহাম্মদ এহছান,মাওলানা মুহাম্মদ হেলাল উদ্দিন,মাওলানা মুহাম্মদ আফসার উদ্দিন,মাওলানা মুহাম্মদ ইমরান,জহুরুল আনোয়ার,মোহাম্মদ করিম উদ্দিন হাসান,মাওলানা মুহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন আলকাদেরী,মাওলানা মুহাম্মদ হাকিম উদ্দীন আলকাদেরী,মাওলানা মুহাম্মদ কাউসার,মাওলানা করিম উদ্দিন নূরী,কাজী মুহাম্মদ আজিজুল হক,কাজী মুহাম্মদ আমিনুল হক (আমিন), কাজী মুহাম্মদ জসিম উদ্দীন,কাজী মুহাম্মদ তজমুল হক ও মুহাম্মদ আবু তাহের,মুহাম্মদ আহছানুজ্জমানসহ অসংখ্য ভক্ত ও আশেক বৃন্দ।


অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করেন দরবার-এ সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা (সাব্বির)।
মাহফিলের শেষে সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ আহসানুল হুদা (সাব্বির) বলেন,এলাকাবাসী ও প্রবাসীদের সহযোগিতায় আমরা পারিবারিকভাবে বিশেষ করে আওলাদ শহিদ সৈয়দ খাজা আহমদ প্রকাশ খায়েজ আহমদ,শাহজাদা মরহুম সৈয়দ লুৎফুল হুদা, শাহজাদা সৈয়দ শামশুল হুদা,শাহজাদা মরহুম সৈয়দ কাউকাবুল হুদা,শাহজাদা সৈয়দ মুহাম্মদ নজমুল হুদা ( কামাল), শাহজাদা সৈয়দ মঞ্জুরুল হুদা ( মঞ্জু) এর পরিবার বর্গের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে ওরশ শরীফ সম্পূর্ণ করতে পারায় সকলে ধন্যবাদ ও মোবারকবাদ। ইনশাআল্লাহ, সবার সহযোগিতা পেলে প্রতিবছর ওরশ শরীফ উদযাপন করা হবে।