
নিউজ ডেস্ক: দক্ষিণ রাঙ্গুুনিয়া পদুয়া জমিদারটিলা মাঠে আন্তঃ ইউনিয়ন দিবারাত্রি শর্টপিছ ক্রিকেট টুর্নামেন্ট -২০২৫ সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৭মার্চ) রাতে পদুয়া জমিদারটিলা আলো ঝলমল মাঠে বিপুল উৎসাহ-উদ্দিপনার মধ্য দিয়ে দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

উক্ত টুর্নামেন্টে ১০নং পদুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মোট ১৬ টি দল অংশগ্রহণ করে। পরে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড়,ম্যান অব দ্যা টূর্ণামেন্টসহ অন্যান্য পুরস্কারের সাথে চ্যাম্পিয়ন্স ও রানার্স-আপ ট্রফি প্রদান করা হয়।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট কাজী সাইফুল্লাহ খালেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী বিকাশ বড়ুয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকুমনি বিহারের সহ-সভাপতি চন্দন বড়ুয়া,সাক্ষ্যমনী বিহারের অর্থ সম্পাদক লিটন বড়ুয়া,রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক মোঃ কামাল উদ্দিন,জমিদারটিলা স্বাস্থ্য কেন্দ্রের ডাঃ মোহাম্মদ নাসির উদ্দিন,পুতুল দাশ,বিশিষ্ট কীর্তনীয় মদন চৌধুরী,সাক্ষ্যমনি বিহারের সদস্য প্রদীপ বড়ুয়া,বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ তঈব ইসলাম,জুয়েল দেশ নিলয়, প্রিয়তোষ চৌধুরী,ক্রিড়া সম্পাদক টিপু বড়ুয়া,প্রশান্ত বড়ুয়া,সৈকত চৌধুরী,কাজী ফরমান উল্লাহ,রকি চৌধুরী ও আকাশ বড়ুয়া প্রমুখ।

টুর্নামেন্টে যৌথভাবে চ্যাম্পিয়ন দল হিসেবে জয়লাব করে জয়নগর একাদশ এবং নারিশ্চা একাদশ এবং রানার্স আপ দল হিসেবে জয়লাভ করে পদুয়া বটতল একতা সংঘ।




পরে চ্যাম্পিয়ন দলকে নগদ ৯ হাজার টাকা ও ট্রফি এবং রানার আপ দলকে নগদ ছয় হাজার টাকা ও ট্রফি তুলে দেওয়া হয়। খেলায় ধারাভাষ্যের দায়িত্বে ছিলেন,বিশিষ্ট ধারাভাষ্যকার মো: আরিফ ও সাঈদুল হক তানিম।