
নিউজ ডেস্ক: রাঙ্গুনিয়া উপজেলার কোদালা জামায়াতে ইসলামীর আয়োজনে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেলে উপজেলার কোদালা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কোদালা ইউনিয়ন শাখার সভাপতি ডা.কাজী মুহাম্মদ কুতুব উদ্দীন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া-৭ আসনের সংসদ পদপ্রার্থী ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার এসিসট্যান্ট সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা হাসান মুরাদ।

স্বাগত বক্তব্য দেন জামায়াতে ইসলামী কোদালা ইউনিয়ন শাখার সভাপতি ডা: ক্বাজী মো: কুতুব উদ্দিন।


কোদালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি কাজী লোকমান হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাঙ্গুনীয়া ইসলামী ব্যাংক পি.এল.সি লিচুবাগান শাখার ম্যানেজার মুহাম্মদ গিয়াস উদ্দীন,রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা শওকত হোসেন, রাঙ্গুনিয়া শিক্ষক ফেডােেশনের সেক্রেটারি মাষ্টার আরিফুল হাসান চৌধুরী মুরাদ, কোদালা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহ-সভাপতি হাসান কোম্পানি ও শিলক ইউনিয়নের সভাপতি মুহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যক্ষ আমিরুজ্জামান বলেন, জামায়াতে ইসলামী কখনও দেশ পরিচালনার দায়িত্ব মালিক নয়, দেশের সেবক হিসেবে কাজ করবে। একই সঙ্গে বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তোলা হবে।
তিনি আরো বলেন, যারা অতীতে দেশের মালিক হয়েছে তাদের পরিণতি দেশের মানুষ দেখেছে। এ থেকে সব রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া উচিত। যারা একটি জাতিকে বিভক্ত করে, তারা জাতির দুশমন। জাতি যখন বিভক্ত হয়ে পড়ে তখনই ষড়যন্ত্রকারীদের সুবিধা হয়। এজন্য আমরা বিভক্ত কোনো জাতি দেখতে চাই না। জাতির স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অতীতের মতো আর সুবিধা দেওয়া হবে না।

এদিকে ইফতার মাহফিলে অতিথি হিসেবে মো: শফিউল আলম,মাওলানা আলমগীর, মো: আকতার হোসাইন,মো: আব্দুল হামিদ, মাওলানা আবুল ফয়েজ আনছারী,মাওলানা ক্বারী ইউসুফ ও মাওলানা ইউসুফসহ ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসা মসজিদের ইমাম ও খতিব,রাজনৈতিক দল, বাবসায়ী সমিতির প্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতা ও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এছাড়াও ইফতার পূর্ব মুহুর্তে দেশ জাতি ও মুসলিম উম্মার সুখ,শান্তি, সুনাম, সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।