মো. ইদ্রিছঃ- রাঙ্গুনিয়া উপজেলার ঐতিহ্যবাহী পদুয়া জয়গুরু ধামে উল্টো রথযাত্রা করে শ্রী শ্রী জগন্নাথদেব শ্রী শ্রী জগন্নাথদেব সুভদ্রা ও বলরাম রাজারহাট কেন্দ্রীয় সর্বজনীন শ্রী শ্রী দশভূজা বিগ্রহ বাড়ি থেকে পুনরায় শ্রীমৎ স্বামী দয়ানন্দ সরস্বতী মহারাজের প্রতিষ্ঠিত শ্রী শ্রী জয়গুরুধামে গমণের মধ্যে দিয়ে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব সম্পন্ন হয়েছে।
শুক্রবার (৮ জুলাই) বিকেলে অনুষ্ঠিত উল্টো রথযাত্রা সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শ্রীমৎ স্বামী গোপালানন্দ ব্রহ্মচারী মহারাজ, জয়গুরুধাম পরিচালনা কমিটির সভাপতি প্রিয় লাল দত্ত, সাবেক সভাপতি মাষ্টার তরুণ দাপ, মাষ্টার সুধীর শিকদার, মাষ্টার কাঞ্চন দাস,বাদল দাস,ড.অরুন দাস, রাজারহাট সার্বজনীন দশভূজা বিগ্রহকারী সভাপতি জুয়েল দাস, সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী, সাধারণ সম্পাদক রঞ্জয় শিকদার,দীপক দাস,রুপন দাস, রুবেল দেসহ জয়গুরুধাম পরিচালনা কমিটির নতুন ও পুরাতন কমিটির সদস্যগণ।
অনুষ্ঠানে কৃষ্ণ নামের কীর্তন নিয়ে সার্বিক সহযোগিতা করেন জয় গুরুদাম পরিচালনা পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক জগদীশ দেবনাথ পূজন। অনুষ্ঠানে সার্বিক তত্বাবধানে ছিলেন জাগো হিন্দু পরিষদ, শারদান্জলী ফোরাম, জম্মাষ্ঠমী পরিষদ,, সিকদার পাড়া পল্লি উন্নয়ন সংঘ।