
নিউজ ডেস্ক: হেফাজতে ইসলাম বাংলাদেশের রাঙ্গুনিয়া উপজেলার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার জান মুহাম্মদ পাড়া জামিয়া দারুল উলূম ইসলামিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের সম্মেলনের মধ্য দিয়ে হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী ও যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী এই আংশিক কমিটি ঘোষণা করেন।

হেফাজতে ইসলামের রাঙ্গুনিয়া উপজেলা কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন মাওলানা মুফতি আব্দুল কাদের,

সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন মুফতি এনামুল হক কাসেমী ও সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা ক্বারী মিজানুর রহমান।

এছাড়াও অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন মাওলানা মীর হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এম এরশাদুল আলম মাসুদ ও প্রচার সম্পাদক আব্দুল খালেক।

মাওলানা আব্দুল খালেক’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলামের নায়েবে আমীর আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমীর আল্লামা আবু তাহের নদভী কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী,

কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসার পরিচালক মুফতি আব্দুল কাদের প্রমুখ।
হেফাজত নেতৃবৃন্দরা বলেন, ‘আপাতত আমরা রাঙ্গুনিয়া উপজেলা শাখার হেফাজতের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কয়োজনের নাম ঘোষণা করেছি। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক মিলে কমিটির অন্য সদস্যদের নাম ঘোষণা করবেন।’