
নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) চট্টগ্রাম মহানগরের উদ্যােগে ধর্ম প্রাণ রোজাদারদের মাঝে ইফতারি বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) বিকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বায়েজিদ বোস্তামী মাজারের সামনে এতিমখানায়, রোজাদার ও পথচারী মানুষের মাঝে এই ইফতার বিতরণ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত ইফতার বিতরণ অনুষ্ঠানটি চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ন-আহবায়ক সৈয়দ আজম উদ্দিন।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন,চট্টগ্রাম বায়েজিদ বোস্তামী থানা বিএনপি’র সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আ.জ.ম. নাজের ও চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য হামিদুল হক হামিদ।

চট্টগ্রাম মহানগর জিসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাচঁলাইশ থানার ছাত্র দলের সাবেকসভাপতি মিন্টু, বায়েজিদ থানা বিএনপির যুগ্ম-সম্পাদক নুরুন্নবী মিলন,

চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের কৃষি বিষয়ক সম্পাদক মো: কামরুল ইসলাম, চট্টগ্রাম বায়েজিদ ইসহাক শপিং কমপ্লেক্সে ব্যাবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. ইবাদুর রহমান আনার (মেম্বার), বায়েজিদ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ আলতাফ হোসেন,যুগ্ম-আহবায়ক মো: পারভেজ, চট্টগ্রাম মহানগর জিসাসের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরনবী, চট্টগ্রাম মহানগর ছাত্র দলের সাবেক যুগ্ম-সাধারন সম্পাদক মো: ফয়সাল মাহমুদ,

জিসাস মহানগরীর সদস্য শিল্পী রুবেল,শিল্পী কাজল,মো: সুমন,বায়েজিদ বোস্তামী থানা জিসাস এর নবনির্বাচিত কমিটির সভাপতি মোঃ ইকবাল,সিনিয়র সহ-সভাপতি মোঃ মুছা,মোহাম্মদ মহর আলী, মোঃ আনোয়ার হোসেন মামুন,সবুজ বড়ুয়া,সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল খাঁ,যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর মিয়া,যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান, ইমতিয়াজুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল,সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মোসলিম উদ্দিন, দপ্তর সম্পাদক আব্দুল হামিদ লেদু, প্রচার সম্পাদক,মোহাম্মদ শহিদুল ইসলাম,সিনিয়ার সদস্য মোঃ জুলহাস,শিমুল দে,আব্দুল জলিল,মোহাম্মদ লোকমান হোসেন,মোহাম্মদ সাইফুল ইসলাম,মোহাম্মদ খোরশেদ, মোহাম্মদ বদিউল আলম,মোঃ তাজুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা।

চট্টগ্রাম মহানগর জিসাসের সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদ বলেন, দলের নির্দেশে বা কর্মসূচির অংশ হিসেবে এই ইফতার সমাগ্রী বিতরণের আয়োজন করা হয়।

তিনি বলেন, এই ইফতার আয়োজন কারও একক নয়, দলের সকল নেতাকর্মীদের সহযোগিতায় সবাই মিলে অসহায় মানুষের পাশে দাড়াতে পেরে আমরা আনন্দিত। এভাবে দেশের জনগণের পাশে দাড়াতে বলেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা শুধু দলীয় নির্দেশনা পালন করি।

জিসাসের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, দলীয় নির্দেশনায়, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই ওয়ার্ডের ধর্মপ্রাণ রোজাদার ও অসহায় মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।