
নিউজ ডেস্ক : দক্ষিণ চট্টগ্রাম বৃহত্তর অঞ্চলের কক্সবাজার মহাসড়ক ও সকল লাইনে মানুষের যাতায়াতে সেবা দেয়ার লক্ষ্যে এস.আলম সার্ভিস নতুন কাউন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৪ মার্চ) সকাল ১১টায় চট্টগ্রাম নতুন ব্রীজ মীর ফিলিং পেট্রোল পাম্প সংলগ্ন এস.আলম লাক্সারী চেয়ার কোচ সার্ভিসের নতুন কাউন্টার আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়ার কৃতি সন্তান এস.আলম সার্ভিসের জি.এম আবদুল্লাহ আল ইমরান।

এসময় তিনি বলেন- দক্ষিণ চট্টগ্রাম বৃহত্তর অঞ্চলের যাতায়াতে সর্বস্তরের মানুষের জন্য সেবকের ভূমিকায় থাকবে এস.আলম লাক্সারী চেয়ার কোচ সার্ভিসের নতুন কাউন্টার।

আমরা মানুষের সেবার মানকে শতভাগ নিশ্চিত করে, কাউন্টারটি পরিচালনা করতে চাই। বৃহত্তর অঞ্চলের মানুষের জন্য একমাত্র এস.আলম সার্ভিসের সেবাটি অগ্রযাত্রায় বৃহত্তর অঞ্চলের মানুষের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এস. আলম সার্ভিসের ইনচার্জ মোঃ শহীদ উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমরুদ্দীন চৌধুরী, ইনচার্জ আজমল হারুন কাউছার, টুটুল দেব, মহিতুষ দাশ,শামসু উদ্দীন, লাইন চেকার আবু বক্কর, সানারু উল্লাহ হক চৌধুরী রুবেল ও শ্রমিক নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকে।

এ সময় আরো উপস্থিত ছিলেন এস. আলম সার্ভিস নতুন কাউন্টারের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

পরে দোয়া ও মুনাজাতের মাধ্যমে এস.আলম পরিবহনের কাউন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।

