নিউজ ডেস্ক :গুলিস্তানের ব্যবসায়ী মাহবুবুর রহমান মলম পার্টির খপ্পরে পড়ে জ্ঞানহীন আশংকা জনক অবস্থায় চিকিৎসাধীন হাসপাতালে দেখতে গেলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) এর মহাসচিব অধ্যক্ষ এম.এস.খান।
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) ঢাকা, কদমতলী থানা সমন্বয়কারী মানবিক চিকিৎসক জিয়াউর রহমানের ছোট ভাই মাহবুবুর রহমান,গতকাল ব্যবসায়ীক কাজে গুলিস্তান থেকে সাভার যাওয়ার পথে মলম পার্টির খপ্পরে পড়ে জ্ঞানহীন আশংকা জনক অবস্থায় সাভার ল্যাব ওয়ান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একজন ব্যবসায়ীর দুঃসংবাদ শুনে সাথে সাথে হাসপাতালে ছুটে গেলেন মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) এর মানবিক মহাসচিব সংগঠক ও গবেষক এম.এস.খান।
তিনি ব্যবসায়ী মাহবুবুর রহমানের চিকিৎসার খোঁজ খবর নেন এবং সারা রাত হাসপাতালে অবস্থান করেন।
মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি (মাতপ্’স) এর মহাসচিব অধ্যক্ষ এম এস খান বলেন,আমরা মাতপসের পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। মলম পার্টির বিরুদ্ধে কঠিন অভিযান পরিচালনা করুন। জনগণের জান মালের নিরাপত্তা নিশ্চিত করুন। প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় সাধারণ মানুষ মলম পার্টির খপ্পরে পড়ে জান মাল হাড়িয়ে নিশ্ব হয়ে যাচ্ছে।
এবং তিনি আরো বলেন,”মানব সেবায় সকল ধর্মের শ্রেষ্ঠ অধ্যায়” তাই আমরা মানবাধিকার কর্মীরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে বিশ্বের সকলেই মোরা এক জাতি মানব জাতি একিই ভ্রাত্রিত্বের বন্দনে কাজ করি। তাই আসুন আমরা সকলে নির্যাতিত অসহায় মানুষদের পাশে দাড়ায়।